পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী
এনটিভি
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫
টানা সরকারবিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের পর অবশেষে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। আজ রোববার তাঁর পদত্যাগপত্র নিয়ে আলোচনা করবেন আইন প্রণেতারা। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আবদুল মাহদি। সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৫ বিক্ষোভকারী নিহতের ঘটনায় চাপের মুখে এ ঘোষণা দেন তিনি। শুক্রবার এক বিবৃতিতে আবদুল মাহদি জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি এবং খুব শিগগিরই পদত্যাগপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন। ই