ইউরোর ‘গ্রুপ অব ডেথে’ রোনালদোর পর্তুগাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২০’র লড়াইটা হতে যাচ্ছে জমজমাট। গ্রুপ পর্বেই দেখা মিলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, বর্তমান রানারআপ ও টুর্নামেন্টের সবচেয়ে সফল তিন দলের। যেটিকে ধরা হচ্ছে আসরের গ্রুপ অব ডেথ বা মৃত্যুকূপ। শনিবার রোমানিয়ার বুখারেস্টে স্থানীয় সময় বিকালে আগামী বছরের ইউরোর ড্র অনুষ্ঠিত হয়। যেখানে একদম শেষ গ্রুপ তথা ‘এফ’ গ্রুপে পড়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বর্তমান রানারআপ ও বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং টুর্নামেন্টের সবচেয়ে সফল, তিনবারের শিরোপাজয়ী জার্মানি। চতুর্থ দল আসবে প্লেঅফ পার করে। তাই স্বাভাবিকভাবেই এটিকেই ধরা হচ্ছে মৃত্যুকূপ। যেখান থেকে অন্তত একটি দলের বিদায় প্রায় নিশ্চিতই বলা চলে। আগামী বছরের ১২ জুন থেকে শুরু হবে ইউরোর ১৬তম আসর। প্রায় এক মাসব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে ১২ জুলাই, জার্মানির ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনাল দিয়ে। গত মাসে শেষ হওয়া বাছাইপর্বে নিশ্চিত হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২০ দলের নাম। আগামী বছরের মার্চে হতে যাওয়া প্লে-অফ থেকে নিশ্চিত হবে বাকি চার দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও