দেশের কোনো ডাক্তার নন, আমেরিকা থেকে এসে হাসপাতালের হাল ধরলেন ডাক্তার দম্পতি (ভিডিও)

www.facebook.com প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১৫:৪৫

টানা ৩২ বছর টাংগাইল জেলার মধুপুর উপজেলার কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদের চিকিৎসা দেয়ার পর মারা যান ডাক্তার ভাই হিসাবে পরিচিত ডাক্তার এড্রিক বেকার। দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন, উনাকে ঢাকাতে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে। তিনি ঢাকা যাননি। তার তৈরি করা হাসপাতালেই তিনি ২০১৫ সালে মারা যান। তাকে কবর দেওয়া হয়েছে সেই গ্রামেই, যেখানে তিনি থাকতেন।

মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন, এই দেশের কোনো মানবতাবাদী ডাক্তার যেন গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরে। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে, এ দেশের একজন ডাক্তারও তার সেই আহ্বানে সাড়া দেননি।

দেশের কেউ সাড়া না দিলেও সূদর আমেরিকা থেকে ছুটে এসেছেন আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল, সে দেশ থেকে তিনি ছুটে এসেছেন। শুধু নিজেরা যে এসেছেন তা নয়, নিজেদের সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামেরই স্কুলে। গ্রামের শিশুদের সাথে খেলছে। ডাক্তার জেসিন কী সুন্দর করে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে