বিলের জমিতে হাঁসের ঝাঁক
প্রথম আলো
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১২:১১
বিলের অল্প কিছু খেতের ধান কাটা বাকি। বেশির ভাগ জমির ধান কাটা শেষ। ফাঁকা জমিতে পড়ে আছে ধান, ধানের শিষ। এই ধান খাওয়ার লোভে জমিগুলোয় এখন চড়ে বেড়াচ্ছে হাঁসের ঝাঁক। এই চিত্র ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বিলের। স্থানীয় লোকজন জানান, ধান কাটার মৌসুমে আশপাশের এলাকার খামারিরা পাতিহাঁসের দল নিয়ে এসে আস্তানা গাড়েন রহিমানপুর বিলে। বিলের খেতগুলোয় এ সময় অনেক ধান পড়ে থাকে। এ বিলে প্রচুর শামুক ও ঝিনুকও...