চেইনম্যানের কোটিপতি স্ত্রী
চট্টগ্রাম নগরের একটি শপিং মলে তিনটি দোকান। ব্যাংক হিসাবে কোটি টাকা। অভিজাত এলাকায় ফ্ল্যাট। এসব সম্পত্তির মালিক আনোয়ারা বেগম নামে এক নারী। তাঁর স্বামী নজরুল ইসলাম ভূমি কার্যালয়ের একজন শিকলবাহক (চেইনম্যান)। নজরুলের ব্যাংক হিসাবেও আছে কোটি টাকা। কিন্তু তাঁর নামে কোনো আয়কর ফাইল নেই। স্ত্রীর সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, ১৫ লাখ ৫৩ হাজার টাকা বৈধ আয় করেছেন। অথচ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে তাঁরা অর্জন করেছেন ৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬৯৮ টাকার স্থাবর–অস্থাবর সম্পদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে এমন তথ্য। নজরুল ইসলাম এক সময় চট্টগ্রাম জেলা ভূমি অধিগ্রহণ কার্যালয়ের শিকলবাহক (চেইনম্যান) ছিলেন। ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাঁকেসহ তিনজনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।