রাস্তা পারাপারের শৃঙ্খলা আত্মস্থ করতে হবে
একবার জাতিসংঘের লজিস্টিকস বেজ ইতালির ব্রিনডেসিতে একটি কোর্সে যোগদান করেছিলাম। অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর, জনসাধারণ অনেক মার্জিত। রাস্তায় যাতায়াতকারী জনসাধারণ একটি ক্রসিং পয়েন্টে একত্রিত হলে নিজ থেকেই চালকরা গাড়ি থামিয়ে জনসাধারণের পারাপারের সুযোগ করে দেন হাসিমুখে।