![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/t-ten-league20191129160745.jpg)
আবুধাবির পর কাতারে টি-টেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১৬:০৭
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের বাজারটা এখন বেশ রমরমা। পিছিয়ে থাকতে চাইছে না ২০২২ ফুটবলের আয়োজক দেশ কাতার। আবুধাবির পর এবার কাতারে বসতে চলেছে টি-টেন লিগের আসর। প্রথমবারের মতো কাতারের মাটিতে ছোট ফরম্যাটের এই লিগ মাতাতে যাবেন বিশ্বসেরা ক্রিকেটাররা।
- ট্যাগ:
- খেলা
- টি-টেন ক্রিকেট লিগ
- কাতার