কাজা নামাজ যেভাবে আদায় করতে হয়
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ১৪:০৭
ভুলবশত, অপারগ হয়ে কিংবা অতি বিশেষ কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় করতে না পারলে পরবর্তী সময়ে এই নামাজ আদায় করে দিতে হয়। আর এই নামাজ আদায়কে কাজা নামাজ বলা হয়। ফরজ কিংবা ওয়াজিব নামাজ ছুটে গেলে, সে নামাজের কাজা আদায় করা আবশ্যক। সুন্নত কিংবা নফল নামাজ আদায় করা না গেলে, সেটার কাজা আদায় করতে হয় না।
- ট্যাগ:
- ইসলাম
- কাজা নামাজ