You have reached your daily news limit

Please log in to continue


মামলার চার্জগঠন ১লা জানুয়ারি

দেশের আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ আগামী ১লা জানুয়ারি ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার চার্জ গঠনের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। চার্জ গঠনের শুনানির দিন ধার্য থাকায় বৃহস্পতিবার বরগুনার কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এসময় আদালতে হাজির হন নিহত রিফাতের স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি। এ বিষয়ে রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মজিবুল হক কিসলু বলেন, বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়। এ সময় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৫ নম্বর পলাতক আসামি মুসা ছাড়া অন্য সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার শুনানিতে বাদী এবং আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি আদালতে উপস্থাপন করেন। এরপর আদালত অধিকতর শুনানি ও চার্জ গঠনের আদেশের জন্য আগামী ১লা জানুয়ারি তারিখ ধার্য করেন।আদালতে উপস্থিত থাকা আট আসামির মধ্যে এ মামলার প্রাপ্তবয়স্ক ৩ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত এবং ৯ নম্বর আসামি মো. সাগর জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ৬ই নভেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জ গঠনসহ বিচারের জন্য প্রস্তুত করে জেলা ও দায়রা জজ আদালতে পাঠান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন