চীনের সঙ্গে বাণিজ্যিক সমপর্ক ছিন্নের আহ্বান উইঘুর নেতার
বিশ্বের দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যিক সমপর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন সংখ্যালঘু উইঘুর সমপ্রদায়ের নির্বাসিত এক নেতা। দোলকুন ইসা নামের ওই উইঘুর নেতা বলেছেন, চীনের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক সমপর্ক রাখার দিন শেষ। তিনি মিউনিখভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি। বুধবার তিনি এক বক্তৃতায় চীনের সঙ্গে বাণিজ্যিক সমপর্ক ছিন্নের ওই আহ্বান জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা। উইঘুরদের মগজ ধোলাইর লক্ষ্যে শিনজিয়াং প্রদেশে গণ আটক কেন্দ্র নির্মাণ করছে চীন এমন তথ্যের কিছু ক্লাসিফাইড নথি ফাঁস হওয়ার পর এমন দাবি তুলেছেন ইসা। বৃহসপতিবার তার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। সুইস ব্যাংক দিয়েই চীনের অনেক ব্যবসায়িক লেনদেন সমপন্ন হয়। এর আগে যুক্তরাষ্ট্র চীনের নেতাদের উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে। তবে এ ধরনের সকল দাবি আরো একবার অস্বীকার করে বেইজিং। জানায়, সেখানে তারা বৃত্তিমূলক শিক্ষা চালু করেছে। এ শিক্ষা সন্ত্রাসবাদ থেকে মানুষকে দূরে রাখবে ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করবে। জাতিসংঘের তদন্তকারী দল বলছে, সেখানে কমপক্ষে ১০ লাখ উইঘুরকে মগজ ধোলাই করা হচ্ছে। ইসার দাবি, সমপ্রতি কিছু ক্যামেপর আকার আরো বড় করা হয়েছে। সেখানে হয়তো ৩০ লাখ উইঘুর বন্দি আছেন। তবে জার্মান স্কলার আদ্রিয়ান জেঞ্জ হিসাব করে জানিয়েছেন, শিনজিয়াং-এ এসব তথাকথিত পুনঃশিক্ষণ কেন্দ্রে রয়েছেন ১৮ লাখের মতো উইঘুর মুসলিম।