![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/28/8cb2e80a23fb2250fddd82480fcd8e47-5ddfd92d90671.jpg?jadewits_media_id=1488742)
পড়ে গেলেন আরিয়ানা গ্রান্ডে
প্রথম আলো
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ২০:২৫
মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছেন আরিয়ানা গ্রান্ডে। পারফরমার বলে কথা। হাসতে হাসতে উঠে গিয়ে আবার তাল মিলিয়ে নেচেছেন, গেয়েছেন। টুইটারে গত মঙ্গলবারের সেই অনুষ্ঠানের একটা ভিডিও শেয়ার করেছেন আরিয়ানা গ্রান্ডে।