সঞ্চয়ে ও বিনিয়োগে বন্ড
আমাদের দেশে বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহের সংস্কৃতিটা গড়ে উঠছে না কিংবা তার প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হচ্ছে না বলে আক্ষেপের সীমা ছিল না। কিন্তু অতি সম্প্রতি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের ‘বাংলা বন্ড’ কিছুটা আশার আলো তৈরি করেছে। লিখেছেন ফারুক মঈনউদ্দীন।