কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোতাবায়া ও শ্রীলঙ্কার রাজনীতি

দেশ রূপান্তর তারেক শামসুর রেহমান প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১৫:২৭

গোতাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। মাহিন্দা রাজাপাকসে সাবেক প্রেসিডেন্ট। যদিও রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকারের মেয়াদ ছিল আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। কিন্তু তার আগেই বিক্রমাসিংহে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে রাজাপাকসে পরিবারের কাছে আবার শ্রীলঙ্কার শাসনভার চলে গেল। মাহিন্দা রাজাপাকসে ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। এরপর ২০১০ সালেও তিনি প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হন। কিন্তু তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হতে চাইলে (২০১৫) দলীয় চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও