Realme Black Friday Sale: স্মার্টফোনে আকর্ষণীয় অফার নিয়ে হাজির Realme
এনডিটিভি (ভারত)
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৩৮
29 নভেম্বর শুরু হচ্ছে Realme Black Friday Sale। এই সেলে পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ হওয়া Realme X2 Pro আর Realme 5s। এছাড়াও Realme C2, Realme 5 Pro, Realme X সহ বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত অফার থাকছে। 1 ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।