কালো প্রবৃদ্ধি নয়, চাই সবুজ প্রবৃদ্ধি
অতি সম্প্রতি যুগান্তরে আমার ‘শতফুল ফুটতে দাও’ কলামে টেকসই উন্নয়ন সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছিলাম। টেকসই উন্নয়ন হল এমন এক ধরনের উন্নয়ন যার ফলে বর্তমান প্রজন্মের ভোগের জন্য ভবিষ্যৎ প্রজন্মের ভোগ হ্রাস পায় না। সময়ের প্রবাহে উন্নয়নকে কেন্দ্র করে আমরা তিন ধরনের দৃশ্যকল্প চিন্তা করতে পারি। প্রথম দৃশ্যটি হল, উপর্যুপরি প্রবৃদ্ধির হার বৃদ্ধি এবং তার সঙ্গে ভোগের হারেও বৃদ্ধি।