![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-72272830,width-1200,height-630,resizemode-4/hifi.jpg)
ভুয়ো ইউনিভার্সিটি থেকে ৯০ পড়ুয়া গ্রেফতার আমেরিকায়, বেশিরভাগই ভারতীয়
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১২:৪৩
world: বেআইনি ভাবে আমেরিকায় আসতে আগ্রহীদের ধরতে এই ভুয়ো ইউনিভার্সিটি গঠন করে সে দেশের সরকারই। তারপর ছাত্র-ছাত্রীদের সামনে টোপ ঝোলায়। সব জেনেশুনে ভুয়ো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমেরিকার মাটিতে পা দেওয়ার পরই এদের গ্রেফতার করে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।