![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/27/34f0025d6072e7989e7b92777defac83-5ddea768074b5.jpg?jadewits_media_id=1488529)
মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া পদক পেলেন যাঁরা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ২২:৪৩
থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী ও জাকারিয়া স্মৃতি পদক পেলেন যথাক্রমে শফি আহমেদ ও শিশির রহমান। আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পদক ও অর্থমূল্য তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।