যা কিছু রটে তার কিছু ঘটে
রোগজীবানুর ক্ষেত্রে ভাইরাস বা বাক্টেরিয়া বা ফুলের রেণু যেমন বাতাসে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি মানুষ জাতিও ভালো মন্দের ঘটনা একের থেকে অন্যের মাঝে ছড়িয়ে থাকে। পৃথিবীর সর্বত্র গুজব প্রথা চালু রয়েছে। আমি থাকি সুইডেনের রাজধানী স্টকহোমের অদুরে বে অফ বাল্টিক সাগরের বেশ কাছে। জানালা দিয়ে বা বালকোনিতে দাঁড়িয়ে সাগরের ভিউ দেখার বেশ সুযোগ ছিল গত বছর অবধি। বাসাটি কেনার কয়েকটি কারণের মধ্যে সাগরের ভিউটা ছিল একটি। বছর দুই যেতেই খবরে জানতে পারলাম যে, আমাদের প্রোপার্টির সামনে নতুন বিল্ডিং তৈরি করা হবে। বাসা বাড়ি কেনার সময় সিটি প্লানে এমন কোনো প্ল্যান ছিল না। বরং সাগরের সামনে একটি পার্ক হবে এবং সরাসরি সাগরে যাওয়ার জন্য ব্রীজ করা হবে এ সব ছিল তখনকার সিটি প্লানে। অথচ সব প্ল্যান বাতিল করে নতুন প্রজেক্ট? এ মেনে নেয়া যায় না। সকল প্রতিবেশি মিলে লেখালিখি থেকে শুরু করে কমপ্লেইন করলাম। কিছু দিন কোর্ট কাচারিও হলো। আমরা বড় একটি টাকার ডিমান্ড করলাম আর্থিক ক্ষতিপূরণ হিসাবে। সরকার পক্ষ হিসাব করে দেখলো অনেক ক্ষতিপূরণ দিতে হবে বিধায় সিদ্ধান্তে আসলো সিটি ম্যাপ নতুন করে আপডেট না হওয়া পর্যন্ত নতুন কিছু করবে না। স্বস্তি পেলাম কিছুটা।
- ট্যাগ:
- মতামত
- ঘটনা
- রটনা
- রহমান মৃধা