উন্নয়নে দেশ গতিশীল হলেও মানুষের নিরাপত্তা নেই
প্রথম আলো
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ২০:৩১
উন্নয়নে দেশ গতিশীল হলেও মানুষের মধ্যে নিরাপত্তাবোধ নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। তিনি বলেন, রাস্তায় বের হলে প্রাণ নিয়ে বাসায় ফিরতে পারবে কি না, মানুষের মধে৵ শঙ্কা রয়েছে। সন্তানেরা হারিয়ে যায়, তাদের খোঁজে পাওয়া যায় না। নারী নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেমে নেই।