![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/27/39a636fe88805382cc4972d0b4d71391-5dde37a385b26.jpg?jadewits_media_id=1488402)
সন্জীদা খাতুনকে নিয়ে এক সন্ধ্যা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৬
সন্ধ্যা হচ্ছে যখন, তখন ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সাজানো চেয়ারের প্রথম সারিতে বসে ছিলেন তিন বোন—সন্জীদা খাতুন, ফাহমিদা খাতুন আর মাহমুদা খাতুন। কোনো বড় উপলক্ষ ছাড়া তিন বোনের এক হওয়া কঠিনই বটে। গতকাল মঙ্গলবার সে রকমই একটি উপলক্ষ ছিল। তাঁদের সামনে অনাড়ম্বর মঞ্চ। তাতে তিনটি চেয়ার। তার পেছনে সন্জীদা খাতুনের একটি ছবি আর তাঁর বইয়ের প্রচ্ছদ। সঙ্গে লেখা সন্জীদা খাতুন,...