গরম কিছু খেতে গিয়ে জিহ্বা পুড়েছে?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ১৩:৪৮
ধোয়া ওঠা গরম কফি বা পিজ্জা সামনে আসলেই লোভ সামলে রাখা কঠিন। হয়তো কফির মগে চুমুক দিয়েই ফেলেন, অতঃপর পুড়ে যায় জিহ্বা! অনেক সময় আচমকা গরম কিছু খেলে জিহ্বা পুড়ে যায়। পরবর্তীতে আপনার পক্ষে কিছু খাওয়া কঠিন হয়ে যায় এবং কথা বলার সময় অস্বস্তিও বোধ হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- জিহ্বা
- জিহ্বার জ্বলন