কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দেশের সার্বভৌমত্ব বিপন্ন করতেই হলি আর্টিজানে হামলা’

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০৮:১৫

দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিপন্ন করতে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হলি আর্টিজানে হামলা করা হয়। কূটনৈতিক এলাকায় হামলা করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যও ছিল সন্ত্রাসীদের। তাই এই মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশাবাদী সংশ্লিষ্টআদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান দেশের ইতিহাসে অন্যতম ঘৃণ্য ও বর্বরোচিত হামলা মামলার রায় ঘোষণার দিন রেখেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ২ জুলাই সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা হলি আর্টিজানে অভিযানকালে দেশি-বিদেশি ১৩ জন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এর আগেই দুজন বিদেশিসহ ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। জিম্মি থাকা অবস্থায় হত্যা করা হয় নয় ইতালীয়, সাত জাপানি, এক ভারতীয়, এক বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক, দু’জন বাংলাদেশিসহ মোট ২০ জনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও