You have reached your daily news limit

Please log in to continue


‘এই সরকার বৈধ নয়’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এই সরকার কখনো বৈধ সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। শক্তির জোরে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে কখনো মানুষের বন্ধু হতে পারবে না। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকারকে অপ্রিয় করে নিজেদের জনপ্রিয় করাই বিরোধী দলের কাজ- এটাই রাজনীতি। সরকারের বিরোধিতা করতে গিয়ে কখনো দেশেরও বিরোধিতা করা হয়। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না। প্রধানমন্ত্রী মারাত্মক চাপের মুখে আছেন। এই চাপ থেকে মুক্ত হতে হলে তাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী দক্ষ হলেও তার আশপাশে যারা আছেন তারা মোটেই যোগ্য নয়। দেশে গণতন্ত্র নাই। মানুষের ভাবনা নিয়ে কেউ ভাবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। এ সময় উপস্থিত ছিলেন- দলের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এটিএম ছালেক প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন