বৈষম্যমূলকভাবে পর্নো তারকাদের অ্যাকাউন্ট বন্ধের অভিযোগ ইনস্টাগ্রামের বিরুদ্ধে
পর্নো তারকা ও যৌনকর্মীদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের বিরুদ্ধে। অনেকেই অভিযোগ করেছেন, সকল শর্ত মেনে চলার পরেও শুধুমাত্র পর্নো তারকা হওয়ার কারণে তাদেরকে আলাদা করে দেখা হয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন পর্নো তারকাদের সংগঠনের প্রেসিডেন্ট আলানা ইভান্স। বিবিসিকে তিনি বলেন, সবার অধিকার রয়েছে নিজের মতো করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করার। কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায়, পর্নো তারকাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয়া হচ্ছে। ইভান্সের সংগঠন ১৩০০ পর্নো তারকার তালিকা প্রকাশ করেছে যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। তাদের দাবি, ওইসব অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের নগ্নতা ছড়ানো বা শর্তবহির্ভূত কার্যক্রম পরিচালনা করা হয়নি। কিন্তু ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন আলানা ইভান্স।ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ গত জুন মাসে তার সংগঠনের সঙ্গে বৈঠক করে। এতে ওই ডিলিট হওয়া অ্যাকাউন্টগুলোর মালিকেরা চাইলে অন্যভাবে আপিল করতে পারবেন এমন সুযোগ দেয়া হয়। তবে এটি কোনো কাজে আসেনি ক্ষতিগ্রস্তদের। উল্টো এখনো পর্নো তারকাদের অ্যাকাউন্ট ডিলিট চলমান রয়েছে। ইভান্স বলেন, আমি যখন দেখলাম পর্নো তারকা জেসিকা জেমসের অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। এটিতে অন্তত ৯ লাখ অনুসারী ছিল।
- ট্যাগ:
- বিনোদন
- প্রযুক্তি
- আইডি ব্লক
- পর্ণ তারকা
- ইনসটাগ্রাম