You have reached your daily news limit

Please log in to continue


‘অনেক কিছু বদলে গেছে’

ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগীতা থেকে বের হওয়ার পর থেকেই গানের জগতে ব্যস্ত সময় পার করছেন সাজিয়া সুলতানা পুতুল। স্টেজ শো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে থেকেছেন সরব। অন্য অনেকের চাইতে অবশ্য একটু আলাদাভাবে পথ চলেছেন তিনি। কারণ তার প্রকাশিত একক অ্যালবামগুলোর কথা, সুর ও সংগীতায়োজনও পুতুল নিজে করেছেন। অন্যদিকে গানের বাইরে উপস্থাপনায়ও এরইমধ্যে নিজের উজ্জ্বল উপস্থিতির জানান দিয়েছেন। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? উত্তরে পুতুল বলেন, বেশ ভালো আছি। ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটছে। এক সপ্তাহের জন্য লন্ডন গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। লন্ডন সফর কেমন ছিলো? পুতুল বলেন, এবার কোন গানের সফরে যাইনি। আমার স্বামী লন্ডনে থাকেন। তার সঙ্গে ভালো একটা সময় কাটিয়ে ফিরেছি। অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি। কাজ করে যে ক্লান্তিটা তৈরি হয়েছিলো সেটা কাটানোর চেষ্টা করেছি। খুব ভালো একটা সফর হয়েছে। এখনকার ব্যস্ততা কি নিয়ে? পুতুল বলেন, শো নিয়ে ব্যস্ত। কারণ এখন শো এর মৌসুম শুরু হয়েছে। সামনে শো নিয়ে আরো ব্যস্ত থাকতে হবে। তাছাড়া নতুন গান নিয়েও ব্যস্ততা চলছে। নতুন গান সম্পর্কে জানতে চাই। পুতুল উত্তরে বলেন, নতুন বেশ কিছু গান করেছি। ‘ঝুম বৃষ্টিতে’ এবং ‘কফির চুমুকে’ শিরোনামের দুটি গানে কণ্ঠ দিয়েছি। কনা চৌধুরীর কথায় এ গানগুলোর সুর করেছেন আমিরুল ইসলাম তামিম। আর সংগীতায়োজন করেছেন শান। খুব শিগগিরই গান দুটি প্রকাশ হবে ভিডিওসহ। অন্যদিকে এর বাইরে মুহিন ও কিশোরের সুর-সংগীতেও নতুন গানে কণ্ঠ দিয়েছি। মাহতাব হোসেনের কথায় ও রাজন সাহার সুর ও সংগীতে ‘চোখের কোনে জল’ শিরোনামের একটি গান করেছি। এ গানগুলো প্রকাশ পেলে সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।  নিজের সুর ও সংগীতে কি গান হচ্ছে? পুতুল বলেন, আমার নিজের একক অ্যালবামগুলোর কথা, সুর ও সংগীতায়োজন ছিলো আমার। আমি এখনও এভাবে গান করে যাচ্ছি। এখনতো আর অ্যালবামের যুগ নেই। তাই সিঙ্গেল গান প্রকাশ করছি। নিজের চ্যানেলেই নিজের করা গানগুলো প্রকাশ করি। এরইমধ্যে কয়েকটি নতুন গানের কাজ শুরু করেছি। খুব শিগগিরই শ্রোতারা তা শুনতে পারবেন। উপস্থাপনার কি খবর? পুতুল বলেন, আমি সংগীতবিষয়ক অনুষ্ঠানগুলোরই কেবল উপস্থাপনা করেছি। এবারও তার ব্যাতিক্রম হবে না। একটি চ্যানেলের সংগীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। আসলে আমি গানটাকেই বেশি প্রাধান্য দিতে চাই। কারণ আমি প্রথম একজন সংগীতশিল্পী। এরপর যদি সময় সুযোগ থাকে ও মনের মতো কিছু হয় তবেই উপস্থাপনা করবো। সংগীত ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? পুতুল বলেন, এখন অবস্থা মোটামুটি। অনেক কিছু বদলে গেছে। আগে অ্যালবাম প্রকাশ হতো। এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। তাও আবার একটি করে গান প্রকাশ হচ্ছে। অনেকে কোম্পানি থেকে গান প্রকাশ করছে। তবে আমি করছি না। কারণ নিজ উদ্যোগের গানগুলোর ক্ষেত্রে কারও ওপর নির্ভর থাকতে চাই না। তাই আমি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছি গান। এটা একটা ইতিবাচক দিক। এখন শিল্পীরা নিজের কাজ কাউকে স্বত্ব না দিয়েই প্রকাশ করতে পারছে। তাছাড়া গান শোনাও এখন অনেক সহজ হয়েছে। যে কেউ গান শুনতে পারছে ইন্টারনেটে। এ ধারায় অভ্যস্ত হলে আমরা আরো ভালো ফলাফল পাবো বলেই বিশ্বাস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন