![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/kerala-105-old-lady-bg20191126110957.jpg)
৪র্থ শ্রেণির ভর্তি পরীক্ষায় শতবর্ষী বৃদ্ধা!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ১১:০৯
১০৫ বছর বয়সী ভাগিরথি আম্মার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের এই বাসিন্দা কেরালা স্টেট লিটারেসি মিশনের চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। সুযোগ পেলে তিনিই হবেন ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি বয়সী শিক্ষার্থী। এমনকি শিক্ষকদের চেয়েও তার বয়স হবে বেশি।