মানসম্মত শিক্ষার অন্তরায় কোথায়?
শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে সুন্দরভাবে ভাবতে শেখানো, মানবীয় গুণাবলির উন্নয়ন ঘটানো এবং কর্মক্ষেত্রে দক্ষ জনবল তৈরি। এই লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধৈর্য, সহিষ্ণুতা, সততা এবং শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে শুধু শিক্ষা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা প্রাপ্তির চেষ্টার শুরু থেকে শেষ পর্যন্ত সময়কালকে আমরা চারটি বিশেষ ধাপে ভাগ করতে পারি। ধাপগুলি হলো : ফরমিং (Forming), স্টরমিং (Storming), নরমিং (Norming) ও পারফরমিং (Performing)।