কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন বাংলাদেশিরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ০৮:৩১

শুরু হলো লেবাননে অবৈধদের স্বেচ্ছায় দেশে ফেরার বহুল প্রত্যাশিত কার্যক্রম। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রথম ধাপে দেশটির ইমিগ্রেশনের ছাড়পত্র পাওয়া ১৪৪ জনের মধ্যে ৮৫ জনের প্রথম দলটি। বুধবার একই সময়ে একই ফ্লাইটে প্রথম দফার বাকি ৫৯ জন দেশে রওনা হবেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। রাজধানী বৈরুতের শহীদ রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে স্বেচ্ছায় দেশে ফেরা বাংলাদেশিদের বিদায় জানান লেবাননে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তারা বোর্ডিং, ইমিগ্রেশনসহ যাত্রা প্রক্রিয়ায় তাদের সব ধরনের সহায়তা করেন। প্রথম দলটির মধ্যে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ প্রবাসী রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন দম্পতি ছিলেন যারা দেশটিতে জন্ম নেয়া তাদের সন্তান নিয়ে এই প্রথম দেশে ফিরে আসতে পারছেন। এর আগে শনিবার (২৩ নভেম্বর) দূতাবাসের হলরুমে অনুষ্ঠান করে ১৪৪ জনের হাতে বিমানের টিকিট ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে