You have reached your daily news limit

Please log in to continue


১১ দফা দাবিতে খুলনা-যশোরের ৯ পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা পৃথকভাবে ভুখা মিছিল করেছেন। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গতকাল সকাল ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা খালিশপুর শিল্পাঞ্চলে ভুখা মিছিল করেন। মিছিলটি প্লাটিনাম জুটমিল গেট থেকে নতুন রাস্তার মোড়, দৌলতপুর বাস স্ট্যান্ড ঘুরে আবারো নিজ নিজ মিল গেটে এসে শেষ হয়। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ভুখা মিছিল করেন শ্রমিকরা। সংগ্রাম পরিষদের ডাকা ৬ দিনের কর্মসূচির মধ্যে গতকাল প্রথমদিন সকাল ১১টার দিকে শ্রমিকদের ভুকা মিছিলে ভারি হয়ে উঠে খুলনা শিল্পাঞ্চলের আকাশ-বাতাস।পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মওসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল সকালে খুলনার ৯টি পাটকলের মিলগেটে জড়ো হন শ্রমিকরা। সেখানে গেট সভা শেষে শুরু হয় ভুকা মিছিল। খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব-স্ব মিল গেটে শেষ হয় এ ভুখা মিছিল।এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতা হুমায়ন কবির খান, মুরাদ হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আ. মান্নান, কাউওসার আলী মৃধা, মো. হানিফ প্রমুখ। বক্তারা ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন