![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019September/Torosa-1911251222.jpg)
লন্ডন থেকে তোরসার অনুরোধ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১৮:২২
যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় আগামী ১৪ ডিসেম্বর বসবে ‘মিস ওয়ার্ল্ড’র ৬৯তম আসরের জমকালো আয়োজন। এ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছেছেন। বাংলাদেশকে এগিয়ে নিতে এবার ভোট দেয়ার অনুরোধ করলেন তোরসা।