কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হিরো দ্য গ্রেট ইলিয়াস কাঞ্চন

অফরোজা পারভীন, কথাশিল্পী, কলাম লেখক, সম্পাদক। জন্ম ৪ ফোব্রুয়ারি ১৯৫৭, নড়াইল। সাহিত্যের সকল ক্ষেত্রে অবাধ পদচারণা। ছোটগল্প, উপন্যাস, শিশুতোষ, রম্য, স্মৃতিকথা, অনুবাদ, গবেষণা ক্ষেত্রে ১০১টি পুস্তক প্রণেতা। বিটিতে প্রচারিত টিয়া সমাচার, ধূসর জীবনের ছবি, গয়নাসহ অনেকগুলি নাটকের নাট্যকার। `অবিনাশী সাঈফ মীজান` প্রামাণ্যচিত্র ও হলিউডে নির্মিত স্বল্পদৈর্ঘ্য `ডিসিসড` চলচ্চিত্রের কাহিনিকার। রক্তবীজ ওয়েব পোর্টাল www.roktobij.com এর সম্পাদক ও প্রকাশক। অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ইলিয়াস কাঞ্চনের প্রতি ক্ষেপেছে পরিবহন সেক্টরের মানুষরা। ক্ষেপেছে পরিবহন মালিক, নেতা, ব্যবসায়ী, শ্রমিক, মধ্যসত্তভোগী। তার গলায় জুতোর মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেছে। মনে হচ্ছে তার মতো এতো খারাপ, এতো অন্যায়কারী, এতো কদর্য মানুষ আর নেই!  তার অপরাধ সবার জানা। নিরাপদ সড়ক চেয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন