কে আছেন পাবলিকের পক্ষে?
পরিবহণ শ্রমিক-মালিকদের কাছে শেষ পর্যন্ত কি নতি স্বীকার করাই হলো?প্রশ্নটা উঠেছে বিভিন্ন মহল থেকে। নাকি দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থায় পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে কঠোর মনোভাব দেখাতে চাচ্ছে না সরকার। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি বুয়েটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবির আন্দোলন এখনো নেভেনি। ট্রেন দুর্ঘটনা ও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা। পেঁয়াজের বৃদ্ধিসহ লবণ নিয়ে গুজব। চালসহ শাকসব্জির মূল্য বৃদ্ধি। সবশেষে সড়ক পরিবহণ আইন নিয়ে এক ধোয়াটে পরিস্থিতির সৃষ্টি। এতগুলো সংকট সামলাতে সরকারের অবস্থা এমনিতেই লেজেগোবরে।