![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/25/c156acc97e25319817b75d8b0248ae41-5ddb698a8e320.jpg?jadewits_media_id=1487951)
চার গুণীজনকে সম্মাননা জানিয়ে শেষ হলো আইডিএলসি নাট্য উৎসব
প্রথম আলো
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১১:৪০
‘জীবন একটি রঙ্গমঞ্চ এবং আমরা সবাই সেই মঞ্চের অভিনেতা’। জীবন ও সমাজ থেকে নেওয়া গল্পই তো মঞ্চের নাটক। বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক ঐতিহ্যবাহী, আদিম, অকৃত্রিম বিনোদনের ধারা এই মঞ্চনাটক। এ সময়ের তরুণদের কাছে মঞ্চনাটককে তুলে ধরতে সম্প্রতি ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘আইডিএলসি নাট্যোৎসব-২০১৯’।