
আতঙ্কিত শ্রমিক, দুর্ভোগে জনগণ
সড়ক পরিবহন আইনের শিথিল প্রয়োগ করা হবে–এই আশ্বাসে আপাত স্বস্তি ফিরে এসেছে। ১ নভেম্বর সড়ক পরিবহন আইন প্রয়োগ শুরু হতে না হতেই দেশের নানা স্থানে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছিল। সারা দেশের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর গাড়ি চলাচল বন্ধ রাখার মতো ঘটনাও ঘটেছে। আইন প্রয়োগের প্রথম দিনে ৮৮টি মামলা ও কয়েক লাখ টাকা জরিমানা আদায় করার খবর প্রচারিত হওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে দ্রুত। বিআরটিএ আইনের যে ধারাগুলোতে শাস্তির বিধান আছে, সেগুলোকে আলাদা করে প্রচারের উদ্যোগ নেওয়ায় পরিবহন শ্রমিকদের মধ্যে শাস্তির ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেশ ভালোভাবেই।