![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/25/59bf14b6490e55dcd6ae1e69d4184a0e-5ddb41957f103.jpg?jadewits_media_id=1487891)
স্বপ্নের পৃথিবী এঁকেছে শিশুরা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৮
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার একটি হাসপাতালের ছবি এঁকেছে। এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবে সুবিধাবঞ্চিত মানুষ—ঠিক যেমনটি সে চায়। বড় হয়ে বৈশাখী এ হাসপাতালের চিকিৎসক হবে আর সেবা করবে দরিদ্র মানুষের। এমনই তার স্বপ্ন। তার স্বপ্নের পৃথিবীর রূপ দিয়েছে তার আঁকা ছবিতে। সেখানে আরও আছে নিজের একটি বাড়ি, যেখানে থাকবে মাঠ, থাকবে নদীর তীর ও গাছ এবং সূর্যের নির্মল আলো।গতকাল রোববার...
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিযোগিতা
- শিশু
- চিত্রাঙ্কন
- আফতাব নগর