সুবোধ পালাবে, কিন্তু যাবে কোথায়?
যদি পড়তে ভুল করে না থাকি তবে মানতেই হবে আমাদের সংবিধান স্বাধীন ও সার্বভৌম ব্যক্তিসত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য ব্যক্তিসত্তার প্রধান গ্যারান্টি এ সংবিধান। কিন্তু ‘রাইট টু প্রাইভেসি’ নামের এ মৌলিক অধিকার কতটুকু রক্ষা পাচ্ছে? অজ্ঞাতসারে, অজানায়-অনিচ্ছায় আমাদের ব্যক্তিগত কথা, ছবি নিরাপদ পরিসরের বাইরে চলে যাচ্ছে। নিঃসন্দেহে এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কীভাবে কেমন করে আমরা অন্যের কাছে একটা খোলা বই হয়ে যাচ্ছি? আপনি, আমি, আমরা কেউই কিন্তু এ বিব্রতকর অবস্থা থেকে মুক্ত নই।