কেরানীগঞ্জে মাটির নিচে দিয়ে বিদ্যুৎ বিতরণ লাইন বসানোর প্রস্তাব দিয়েছে চীনের রাষ্ট্রীয় কোম্পানি স্টেট গ্রিড করপোরেশন অব চায়না (এসজিসিসি)।সম্প্রতি কোম্পনিটির প্রেসিডেন্ট ডান ডেক্সি এক প্রস্তাবে ঢাকার বাইরের একটি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের এই প্রস্তাব দেন। স্টেট গ্রিড বলছে, চীনের ৮৮ ভাগ এলাকায় কোম্পানিটি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের দায়িত্বে রয়েছে। চীনের ৩৪ প্রদেশের ২৬টিতেই তারা কাজ করছে। রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে আধুনিক বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। কিন্তু এই দুই কোম্পানির বাইরে আর কোনও বিতরণ এলাকায় মাটির নিচে দিয়ে বিতরণ লাইন বসানো হয়নি। এই প্রথম বিদেশি কোম্পানি এই খাতে আগ্রহ দেখালো। প্রসঙ্গত ‘পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান-২০১৬’তে বলা হয়েছে, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহে আধুনিক বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিতরণ লাইন মাটির ওপরে থাকলে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপত্তি ঘটে। অনেক ক্ষেত্রে ঝড় ঝঞ্ঝায় ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য মাটির নিচ দিয়ে বিতরণ লাইন বসানোর চেষ্টা চালানো হচ্ছে। তবে আর্থিক জোগানকে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.