ঋষিজের ৪৩ বছর পূর্তি

মানবজমিন প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ০০:০০

দেশজ সংস্কৃতির শক্তিতে সম্প্রীতির রূপরেখা বিনির্মাণের প্রত্যয়ে ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা। এরই মধ্যে সংগঠনটি পূর্ণ করেছে প্রতিষ্ঠার ৪৩ বছর।  শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শনিবার বিকালে গান, গুণীজন সংবর্ধনা, আলোচনার মাধ্যমে ৪৩ বছর পূর্তি উদ্‌যাপন করে সংগঠনটি। এ সময়ে পাঁচ গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। এর মধ্যে সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য আজীবন সম্মাননা জানানো হয় আবদুল গাফ্‌ফার চৌধুরীকে। এ ছাড়া নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংবর্ধনা জানানো হয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও অভিনেতা মাহমুদ সাজ্জাদকে।  জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে দলীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি তথ্যসচিব আবদুল মালেক গুণীজনদের ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় পরিয়ে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি ফকির আলমগীর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও