You have reached your daily news limit

Please log in to continue


হয়ে গেল ‘বসন্ত বিকেল’-এর মহরত

শনিবার সন্ধ্যায় এফডিসি’র ক্যান্টিন চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল ‘বসন্ত বিকেল’ ছবির মহরত । রফিক শিকদারের পরিচালনায় এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন শিপন মিত্র, তানভীর তনু ও নবাগত মুখ শাহ হুমায়রা সুবহা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকুু, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, চিত্রনায়ক ওমর সানী, প্রযোজক ইকবাল, আলিমুল্লাহ খোকন, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, অভিনেত্রী সুচরিতা, শাহনূরসহ অনেকে উপস্থিত ছিলেন। নায়ক হিসেবে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তানভীর তনু। অনুষ্ঠানে তিনি বলেন, এখন তো সিনেমা খুবই কম হচ্ছে। কয়েকটি সিনেমায় এর আগে কাজ করেছি। আমার কানাডায় যাওয়ার কথা ছিল। হঠাৎ পরিচালক রফিক শিকদার ভাইয়ের সঙ্গে এফডিসিতে দেখা হওয়ার পর তিনি এ সিনেমার গল্পটি আমাকে শোনালেন। গল্প শোনার পর ভালো লাগলো আমার। কাজটি ভালোভাবে শেষ করতে চাই। নায়ক শিপন মিত্র বলেন, আমরা কাজটা ঠিকভাবে শেষ করে সিনেমাটি যেন মুক্তি দিতে পারি সেই দোয়া করবেন। নবাগত মুখ হুমায়রা সুবহা বলেন, আমি চলচ্চিত্রে নতুন। কাজটিতে সকলের সহযোগিতা চাই। নির্মাতা রফিক শিকদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যয়নরত স্বপ্নবাজ দুই হিন্দু যুবক-যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তুক পরিণতির সিনেমা এটি। আগামী ৫ই ডিসেম্বর পাবনায় এ ছবির শুটিং শুরু হবে। ‘বসন্ত বিকেল’ ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন