![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2019/11/24/bd-pratidin-12-2019-11-23-12.jpg)
ভগতপাড়ায় লাখো বাদুড়ের আবাস
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯, ০০:০০
শত প্রতিকূলতার মাঝেও লাখো বাদুড়ের আবাস গড়ে উঠেছে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ভগতপাড়া গ্রামে। এলাকার বট-পাখৈর গাছের শাখায় শাখায় এরা পা আটকিয়ে ঝুন্ডেল দিন কাটায়। একএকটির ওজন প্রায় ২ থেকে ৩ কেজি। জানা গেছে, প্রায় দেড়শ বছর আগে তিন একরের বাঁশঝাড় ও দুটি প্রাচীন বটগাছে বাদুড়ের বসবাস শুরু হয়। এরপর