বিরাট কোহলি আর সেঞ্চুরি যেন সমার্থক শব্দ। একজন অপরটির হাত ধরাধরি করে চলেন। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টেও শতক হাঁকালেন তিনি। তাইজুল ইসলামের বলে ২ রান নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। কোহলির ক্যারিয়ারের ২৭তম দুরন্ত সেঞ্চুরিতে হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৬০ রান করেছে ভারত। এরই মধ্যে ১৫৪ রানের লিড নিয়েছে তারা। কোহলি ১০৪ ও রবীন্দ্র জাদেজা ৯ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম দিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা। সেটা যথাসম্ভব বাড়িয়ে নিতে বিরাট কোহলি ৫৯ ও অজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে নতুন দিনে ব্যাটিং শুরু করেন। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করেন তারা। ক্রিজে জমে যান কোহলি-রাহানে। তাতে দুরন্ত গতিতে ছুটে টিম ইন্ডিয়া। তবে হঠাৎ থেমে যান রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.