কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোহলির আরেকটি দুরন্ত সেঞ্চুরি

যুগান্তর প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ১৫:১২

বিরাট কোহলি আর সেঞ্চুরি যেন সমার্থক শব্দ। একজন অপরটির হাত ধরাধরি করে চলেন। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টেও শতক হাঁকালেন তিনি। তাইজুল ইসলামের বলে ২ রান নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। কোহলির ক্যারিয়ারের ২৭তম দুরন্ত সেঞ্চুরিতে হতাশায় নিমজ্জিত বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উকেটে ২৬০ রান করেছে ভারত। এরই মধ্যে ১৫৪ রানের লিড নিয়েছে তারা। কোহলি ১০৪ ও রবীন্দ্র জাদেজা ৯ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম দিনের ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। ওই দিনই ৬৮ রানের লিড নেয় তারা। সেটা যথাসম্ভব বাড়িয়ে নিতে বিরাট কোহলি ৫৯ ও অজিঙ্কা রাহানে ২৩ রান নিয়ে নতুন দিনে ব্যাটিং শুরু করেন। সেই লক্ষ্যে দারুণ ব্যাট করেন তারা। ক্রিজে জমে যান কোহলি-রাহানে। তাতে দুরন্ত গতিতে ছুটে টিম ইন্ডিয়া। তবে হঠাৎ থেমে যান রাহানে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও