
এক হাজার শিশুর আনন্দময় একটি দিন
আমাদের সময়
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯, ০২:২২
বাংলা ট্রিবিউন : অনুষ্ঠানে অংশ নেওয়া পথশিশুহলুদ শাড়ির সঙ্গে লাল ব্লাউজ। হাতের লাল কাচের চুড়ির সঙ্গে মিলিয়ে কানে লাল দুল। ঠোঁটেও লাল লিপস্টিক। পরেছে টিকলিসহ নথ। এভাবেই নিজেকে সাজিয়েছে সুবর্ণা আক্তার মিম। থাকে ঝাউচুর বাজারে। বাবা শুক্কুর ব্যাপারী চায়ের দোকানি। মা কমলা বেগম। তিন বোন এক ভাইয়ের মধ্যে মিম সবার ছোট।মিম কোনও নামি স্কুলের শিক্ষার্থী …