দিল্লিতে কবিতা উৎসব
প্রথম আলো
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯, ১১:৫০
একই আসরে কবিতা পড়তে এসেছেন ইসরায়েলের কবি আমির ওর এবং ফিলিস্তিনের কবি নাজওয়ান দারবিশ, মাঝখানে নীরবে বয়ে যাচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের দীর্ঘ তিক্ত ইতিহাস, আলোচনার বিষয়বস্তু কবিতায় স্বাধীনতা ও মতবিরোধ। নাজওয়ান দারবিশ জেরুজালেমে জন্মেছেন ১৯৭৮ সালে, কবিতা লেখেন আরবি ভাষায়। দিল্লিতে রাজা ফাউন্ডেশন আয়োজিত এশিয়ান কবিতা উৎসবে বেশ রাগী ভঙ্গিতে, ইংরেজি ভাষায় বললেন, আমরা যখন...
- ট্যাগ:
- প্রবাস
- কবিতা উৎসব
- ভারত