![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/22/1766702f308caafb93d078e1dd9b5e99-5dd769ed91a1b.jpg?jadewits_media_id=1487197)
এটিএম বুথের টাকা চুরির তিন ঘটনায় একই চক্র
পূবালী ব্যাংকের চট্টগ্রাম ও কুমিল্লার তিনটি এটিএম বুথ থেকে ৯ লাখ ৭৪ হাজার টাকা চুরির ঘটনায় একই চক্র জড়িত। এ ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ভিডিও ফুটেজে দুজনকে দেখা গেলেও আরও কেউ জড়িত থাকতে পারে। এ ঘটনার পর নগরের ব্যাংকের বুথগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সতর্ক রয়েছেন নিরাপত্তাকর্মীরা। তবে চার দিন পার হলেও জড়িত দুজনকে শনাক্ত করা যায়নি। ইতিমধে৵ জড়িতদের ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের চকবাজার ও ডবলমুরিং থানা এবং কুমিল্লা কোতোয়ালি থানায় গত বুধবার রাতে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে পৃথক তিনটি চুরির মামলা করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। ১৬ ও ১৭ নভেম্বর ওই তিনটি চুরির ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।