কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান আলহাজ ডা. শামসুল আলম গোলাম মিয়া (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। গতকাল দুপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। দীর্ঘ ৪৩ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠ সহচর হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.