স্থলভাগের দিকে ক্রমশ ধেয়ে আসছে সামুদ্রিক ঝড় 'কালমেগি'। চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালানোর পর টাইফুনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ফিলিপাইন উপকূলে। এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। এর কম তো নয়ই, বরং গতিবেগ আরও বাড়লেও বিস্মিত হওয়ার কোন কারণ নেই। সামুদ্রিক এই ঝড়ের নাম 'কালমেগি'। ক্রমশই শক্তি বাড়িয়ে 'কালমেগি' এখন টাইফুন। হাতে বিশেষ সময়ও নেই। কালমেগির ভয়ঙ্কর থাবা থেকে লোকজনকে বাঁচাতে, সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.