আগে উন্নয়ন, পরে পরিবেশ?
রোল মডেল বাংলাদেশের খাবারে বিষ, বাতাসে বিষ, ফসলে বিষ; লিভারে, কিডনিতে, ফুসফুসে, পাকস্থলীতে কিলবিল করছে প্রাণঘাতী বিষ। পরিবেশ বাঁচানো, কর্মসংস্থান সৃষ্টি করা অথবা যুগোপযোগী স্মার্ট নীতিমালা তো অনেক দূরের কথা, এই মুহূর্তে উন্নয়ন নামের রঙিন ব্র্যান্ডিংয়ের নিচে আকণ্ঠ দুর্নীতি আর ধ্বংসযজ্ঞে নিমজ্জিত ‘রোল মডেল’ বাংলাদেশ। লিখেছেন মাহা মির্জা।