কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাঁপাইনবাবগঞ্জে ১২ জনের ৪৪ হাজার টাকা জরিমানা

মানবজমিন প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ১১:৩১

চাঁপাইনবাবগঞ্জে গুজব ছড়িয়ে লবণ কেনাবেচার অভিযোগে ক্রেতা ও বিক্রেতাসহ ১২ জনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার আইনে তাদেরকে এ জরিমানা করা হয়েছে।গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত শহরের তহাবাজার, পাওয়ার হাউস মোড়, নিউমার্কেট ও শিবগঞ্জ এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় সদর থেকে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে এবং শিবগঞ্জ থেকে একজনকে আটক করা হয়। পরে রাতে তাদের ভ্রম্যামাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড অনাদায়ে ৩ থেকে ৭ দিন পর্যন্ত কারাদণ্ডের আদেশ প্রদান করা হলে অর্থদণ্ড পরিশোধ করে আটককৃতরা মুক্ত হন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, দেশে লবণের কোন সংকট নেই। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণ লবণ রয়েছে। যারা গুজব ছড়াচ্ছে, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও