![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/20/930a5c4180c23ca74674eabedbc924b5-5dd4bf6851cf9.jpg?jadewits_media_id=1486653)
সন্তানসম্ভবা নারীকে মেরে ফেলল কুকুর
প্রথম আলো
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯, ১০:২২
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি জঙ্গলে কুকুরের হামলায় সন্তানসম্ভবা এক নারী নিহত হয়েছেন। ঘটনার সময় ওই জঙ্গলে শিকার অভিযান চলছিল। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের ভিলার কটার শহরের কাছে সম্প্রতি ২৯ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়। জঙ্গলে নিজের কুকুর নিয়ে হাঁটতে যান ওই নারী। পরে কুকুরের আক্রমণের শিকার হন তিনি। তবে এখনো জানা যায়নি কোন কুকুর তাঁকে...