ছোট পর্দার প্রিয়মুখ হোসনে আরা পুতুল। আজ থেকে পঁচিশ বছর আগে ১৯৯৪ সালে প্রয়াত হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমনি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এই সিনেমায় বিন্তী চরিত্রে অনবদ্য অভিনয় করেই সেই সময়ে তিনি এ পুরস্কার পান। পরবর্তীতে তিনি হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। এ ছাড়াও তিনি প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের অনেক নাটকে অভিনয় করে পুতুল প্রশংসিত হন। অন্য আরো অনেক পরিচালকের নাটকেও অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী। তবে বর্তমানে সংসার, সন্তান নিয়েই বেশি ব্যস্ত থাকার কারণে অভিনয়ে একেবারেই সময় দেয়া হয়ে ওঠে না তার। কিছুদিন পরই মেয়ে মালিহার এসএসসি পরীক্ষা। যে কারণে দুরন্ত টিভির একটি ধারাবাহিকে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিতে হলো তাকে। তবে আগামী ২৫শে নভেম্বর থেকে পুতুল শামস করিমের নির্দেশনায় আরটিভিতে প্রচার শুরু হওয়া ‘হোসেন সাহেবের দোকানে আসা মানুষজন’ ধারাবাহিকের কাজ করবেন। পুতুল বলেন, সামনেই মেয়ের পরীক্ষা। যে কারণে তার পড়াশোনা নিয়ে আমাকেও ব্যস্ত থাকতে হয়। তাই অভিনয়ে আগের মতো সময় দেয়া হয়ে ওঠে না। তবে অভিনয়ের প্রতি আমার ভালোলাগা ভালোবাসা আছে। অভিনয়ের ক্ষুধাও আছে নিজের মধ্যে। অনেকদিন অভিনয় করা থেকে দূরেও থাকতে পারি না। যেমন মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। কিন্তু ডা. এজাজুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় ‘স্বাস্থ্য মামা’ ধারাবাহিকে অভিনয় করেছি। এটাতে অভিনয় করে বেশ সাড়াও পেয়েছিলাম। দর্শকের কাছ থেকে ভালোবাসা পাই, এটাই আমার ভালোলাগা। পুতুল জানান, মেয়ের পরীক্ষার পর আবারো তিনি অভিনয়ে ব্যস্ত হওয়ার চেষ্টা করবেন। তবে গল্প এবং চরিত্র ভালো পেলেই তিনি অভিনয়ে মনোযোগ দিবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.